করোনাভাইরাস I প্রতীকী ছবি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, করোনাভাইরাসের মহামারি ঠেকাতে তাঁর সরকার আরও ৫০ কোটি কোভিড টেস্ট কিট কিনবে। এ নিয়ে তাদের কিটের সংখ্যা বেড়ে ১০০ কোটিতে দাঁড়াবে। খবর এএফপির।

এ দিকে বিশ্বে দ্রুত ছড়িয়ে পড়া করোনাভাইরাসের ওমিক্রন ধরণ মোকাবেলায় মার্কিন জনগণের প্রতি ভালো মানের মাস্ক পরার আহ্বান জানিয়েছেন বাইডেন। ১৩ জানুয়ারি (বৃহস্পতিবার) মার্কিন প্রেসিডেন্ট এসব আহ্বান জানান।

বাইডেন আরও বলেন, যুক্তরাষ্ট্রে প্রতিদিন প্রায় দেড় কোটি মানুষের করোনা পরীক্ষা করা হচ্ছে। এক বছর আগে তিনি দায়িত্ব গ্রহণের সময় প্রতিদিন ২০ লাখ মানুষের পরীক্ষা করা হতো। সে তুলনায় বর্তমানে অনেক বেশি লোকের পরীক্ষা করা হচ্ছে। তিনি বলেন, বিনা মূল্যে বিতরণের জন্য অতিরিক্ত আরও ৫০ কোটি কোভিড টেস্ট কিট কিনতে নির্দেশ দেওয়া হয়েছে।