বিশ্বের মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোর বৃহত্তম সংস্থা অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন বা ইসলামি সহযোগিতা সংস্থা-ওআইসির ইসলামিক মানবাধিকার কাউন্সিলের সদস্য নির্বাচিত হয়েছে বাংলাদেশ।

পাশাপাশি সংস্থাটির ভাইস প্রেসিডেন্টও নির্বাচিত হয়েছে বাংলাদেশ। আর সম্মেলনের আয়োজক দেশ মৌরিতানিয়া প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছে। খবর ইন্ডিপেনডেন্ট অনলাইনের।

শুক্রবার পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের পাঠানো বার্তায় এসব তথ্য জানানো হয়েছে। মৌরিতানিয়ায় ওআইসি সদস্যদেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলন চলছে। সেখানে পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ অংশ নিয়েছে।

এতে ইসলামবিদ্বেষ ও সন্ত্রাসবাদের ঊর্ধ্বগামিতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী। পাশাপাশি রোহিঙ্গাদের প্রত্যাবাসন নিশ্চিতে মিয়ানমার কর্তৃপক্ষের ওপর ক্রমাগত চাপ সৃষ্টির আহ্বান জানান।

এ ছাড়া সম্মেলনে ফিলিস্তিন ও নাইজেরিয়াও ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছে। এশিয়া থেকে আরও নির্বাচিত হয়েছে তুরস্ক ও ইরান। এদিকে আয়োজক দেশ মৌরিতানিয়া ৫৭ সদস্যের ওআইসির সভাপতি নির্বাচিত হয়।

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ১৬-১৭ মার্চ মৌরিতানিয়ার রাজধানী নোয়াকচটে ওআইসির পররাষ্ট্রমন্ত্রীদের কাউন্সিলের ৪৯তম অধিবেশনে যোগ দিয়েছেন।