নীলফামারী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় বক্তব্য দিচ্ছেন পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান পিপিএম। ছবি : নীলফামারী জেলা পুলিশ

নীলফামারী পুলিশ লাইনস ড্রিল শেডে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টা ৩০ মিনিটের দিকে এই সভা হয়।

সভার সভাপতিত্ব করেন নীলফামারীর পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান পিপিএম।

পুলিশ সুপার কল্যাণ সভায় উপস্থিত বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্সের সুবিধা-অসুবিধার কথা শোনেন এবং কিছু সমস্যার তাৎক্ষণিক সমাধান দেন। এ ছাড়া কিছু সমস্যা পর্যায়ক্রমে সমাধানের আশ্বাস দেন। সেই সঙ্গে পুলিশ সদস্যদের ভালো কাজের প্রশংসা করেন এবং অফিসার ও ফোর্সের উদ্দেশ্যে দিকনির্দেশনা মূলক বক্তব্য দেন।

কল্যাণ সভা সঞ্চালনা করেন নীলফামারীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. আমিরুল ইসলাম। সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সৈয়দপুর সার্কেল) মোহাম্মদ সারোয়ার আলম, নীলফামারী পুলিশ হাসপাতালের মেডিকেল অফিসার ডা. সজীব কুমার, সব থানার ওসিসহ বিভিন্ন ইউনিট থেকে আসা পুলিশ সদস্য ও সিভিল স্টাফ।

ওই সময় নীলফামারী জেলায় সদ্য যোগদান করা অতিরিক্ত পুলিশ সুপার (নীলফামারী সার্কেল) মোহাম্মদ মোস্তফা মঞ্জুর পিপিএম, শিক্ষানবিস সহকারী পুলিশ সুপার জয়ন্ত কুমার সেন, নীলফামারী পুলিশ হাসপাতালের মেডিকেল অফিসারকে ফুলেল শুভেচ্ছা জানান পুলিশ সুপার।

মাসিক কল্যাণ সভায় উপস্থিত নীলফামারী জেলা পুলিশের সদস্যগণ। ছবি : নীলফামারী জেলা পুলিশ

মাসিক কল্যাণ সভা শেষে মার্চ মাসে কর্মমূল্যায়নে বিভিন্ন বিষয়ে পুরস্কারপ্রাপ্তদের হাতে পুরস্কার তুলে দেন পুলিশ সুপার।

পুরস্কারপ্রাপ্তরা হলেন
শ্রেষ্ঠ থানা : জলঢাকা থানার ওসি মো. ফিরোজ কবির।

শ্রেষ্ঠ এসআই : জলঢাকা থানার এসআই মো. আবু তালেব আকন্দ।

শ্রেষ্ঠ ট্রাফিক : সৈয়দপুর ট্রাফিকের সার্জেন্ট মো. আশরাফ কুরাইশী।

এক পুলিশ সদস্যের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন নীলফামারীর পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান পিপিএম। ছবি : নীলফামারী জেলা পুলিশ

বিশেষ পুরস্কার : সৈয়দপুর থানার এসআই মো. জামিনুল হক।

শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার : নীলফামারী থানার এএসআই মো. জাহিদুল ইসলাম।

শ্রেষ্ঠ এএসআই : ডোমার থানার মো. আখতারুজ্জামান মন্ডল পলাশ।