সড়কে শৃঙ্খলা ফেরাতে বৃহস্পতিবার সিলেট মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের বিশেষ অভিযান। ছবি: সিলেট মেট্রোপলিটন পুলিশ

সড়কে শৃঙ্খলা ফেরাতে সিলেট মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ আজ বৃহস্পতিবার সকাল নয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত বিশেষ অভিযান চালিয়েছে।

পুলিশ সূত্র জানায়, সিলেট মহানগরীর বন্দরবাজার, সিটি পয়েন্ট, জিন্দাবাজার ও আশপাশ এলাকায় ট্রাফিক আইন মানতে উৎসাহিত করা, সড়কে শৃঙ্খলা ফেরানো, মহানগরীর গুরুত্বপূর্ণ পয়েন্ট সমূহে ফুটপাত উচ্ছেদ, দোকানে সাটারের বাইরে রাখা মালামালের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়াসহ অবৈধ পার্কিং ও সড়ক পরিবহন আইন ২০১৮ বাস্তবায়নের লক্ষ্যে চেকপোস্ট ও বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন যানবাহনের বিরুদ্ধে ৫৩টি মামলা ও ৬১টি গাড়ী জব্দ করা হয়।

ওই বিশেষ অভিযানে উপস্থিত ছিলেন এসি (ট্রাফিক) মো. আতাহারুল ইসলাম তালুকদার, টিআই দেলোয়ার হোসেন খান, টিআই সরওয়ার মো. পারভেজসহ ট্রাফিক বিভাগের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাগণ ও ফোর্স।