গ্রেপ্তার আসামি। ছবি : এসএমপি

সিলেটের শাহ পরান (রহ.) মাজার পুলিশ তদন্ত কেন্দ্রের অভিযানে ভারতীয় চকোলেটসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (৭ ফেব্রুয়ারি) সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) অফিশিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।

গ্রেপ্তারকৃত আসামির নাম মো. তাজুল ইসলাম ওরফে তাজু (২২); তিনি সিলেটের বাংলাবাজার থানার গোয়াইনঘাট গ্রামের বাসিন্দা।

এসএসপি জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, শুল্ক ফাঁকি দিয়ে ভারতীয় পণ্য সিলেট শহরের দিকে নিয়ে আসা হচ্ছে। পরে রোববার (৬ ফেব্রুয়ারি) শাহ পরান (রহ.) থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ আনিসুর রহমানের নির্দেশনায় শাহ পরান (রহ.) মাজার পুলিশ তদন্ত কেন্দ্রে কর্মরত এসআই সারোয়ার হোসেন ভূঞা তাঁর ফোর্স নিয়ে মাজারের গেটের সামনে অভিযান চালান।

অভিযানে পুলিশের উপস্থিতি বুঝতে পেরে একজন ব্যক্তি একটি বাদামি রঙের বড় কার্টন মাথা থেকে ফেলে পালানোর চেষ্টা করেন। পরে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।

ওই কার্টন তল্লাশি করে ২ হাজার ৮৬৪ পিস চকোলেট জব্দ করা হয়। যার মূল্য ৩৯ হাজার ২০০ টাকা।

আসামির বিরুদ্ধে শাহ পরান (রহ.) থানায় মামলা হয়েছে।