এমবিবিএস কোর্সে ভর্তি পরীক্ষা ১ এপ্রিল অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে কিছু নির্দেশনা দিয়েছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।

নির্দেশনায় বলা হয়েছে, সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ১ এপ্রিল এমবিবিএস কোর্সে ভর্তি পরীক্ষা সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত রাজশাহীর সাতটি শিক্ষাপ্রতিষ্ঠানে অনুষ্ঠিত হবে। সেগুলো হলো— রাজশাহী মেডিকেল কলেজ কেন্দ্র; রাজশাহী কলেজ, রাজশাহী উপকেন্দ্র; নিউ গভ. ডিগ্রি কলেজ, রাজশাহী উপকেন্দ্র; টিচার্স ট্রেনিং কলেজ, রাজশাহী উপকেন্দ্র; রাজশাহী সরকারি সিটি কলেজ, রাজশাহী উপকেন্দ্র; রাজশাহী সরকারি মহিলা কলেজ, রাজশাহী উপকেন্দ্র এবং রাজশাহী সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ, রাজশাহী উপকেন্দ্র।

নির্দেশনায় আরও বলা হয়েছে, পরীক্ষা চলাকালীন আইনশৃঙ্খলা রক্ষার জন্য পরীক্ষা কেন্দ্রের আশপাশের ২০০ গজের মধ্যে মিছিল, মিটিং, সমাবেশ, বিক্ষোভ প্রদর্শন, মাইকিং, বিস্ফোরক দ্রব্য ও অস্ত্রশস্ত্র বহন এবং চারজনের বেশি একসঙ্গে চলাচল নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।