ব্রিফিং প্যারেডে বক্তব্য দেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কমিশনার বিপ্লব বিজয় তালুকদার। ছবি: বাংলাদেশ পুলিশ

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কমিশনার বিপ্লব বিজয় তালুকদার বলেছেন, ‘এবারের নির্বাচন হবে সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ পরিবেশে। ভোট হবে ভোটের মতো। “আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব।” আমরা প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে এটা নিশ্চিত করব।’

৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আরএমপি পুলিশ লাইনস মাঠে ৬ জানুয়ারি (শনিবার) সকাল ৯টায় নির্বাচনে দায়িত্ব পালনকারী অফিসার ও ফোর্সদের উদ্দেশ্যে ব্রিফিং প্যারেডে এ কথা বলেন আরএমপি কমিশনার। ব্রিফিং প্যারেডে আরএমপি কমিশনার সভাপতিত্ব করেন।

ব্রিফিং প্যারেডে সভাপতিত্ব করেন আরএমপি কমিশনার। ছবি: বাংলাদেশ পুলিশ

পুলিশ কমিশনার বলেন, ‘৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এবারের নির্বাচন হবে সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ পরিবেশে। নির্বাচন যেন প্রশ্নবিদ্ধ না হয়, সে জন্য ভোটের দিন সকালে ভোটকেন্দ্রে ব্যালট পেপার ও বাক্স যাবে।’ তিনি বলেন, ‘ভোট হবে ভোটের মতো। “আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব”-আমরা প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে এটা নিশ্চিত করব।’

কেন্দ্রে দায়িত্বরত কর্মকর্তাদের উদ্দেশে আরএমপি কমিশনার বলেন, ‘কোনো পক্ষ যেন ভোটকেন্দ্র দখল করতে না পারে বা ভোট জালিয়াতি করতে না পারে। ভোট প্রদানে কেউ বাধা দিলে আইনানুগ ব্যবস্থা নেবেন।’ এ সময় তিনি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দায়িত্বরত অফিসার ও ফোর্সদের উদ্দেশে করণীয়-বর্জনীয় সম্পর্কে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।

পুলিশ কমিশনার বলেন, ‘রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অধীনে রাজশাহী-২ এবং রাজশাহী ৩, ৫ ও ৬ এর আংশিক নিয়ে মোট ৪ সংসদীয় আসনের ২১৩টি কেন্দ্রে ভোট হবে। এর মধ্যে ১৯৯টি গুরুত্বপূর্ণ, ১৪টি সাধারণ ভোটকেন্দ্র। কিন্তু আমরা সব কেন্দ্রই গুরুত্বের সঙ্গে নিয়েছি। নির্বাচন সুষ্ঠু করতে আইনশৃঙ্খলা পরিবেশ স্বাভাবিক রাখতে পুলিশের পাশাপাশি বিজিবি, র‌্যাব ও আনসার সদস্যরা দায়িত্ব পালন করবেন।’

ব্রিফিং প্যারেডে উপস্থিত পুলিশ ও আনসার সদস্যরা। ছবি: বাংলাদেশ পুলিশ

আরএমপি কমিশনার নির্বাচন-পূর্ববর্তী ও পরবর্তী যেকোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুতির কথা বক্তব্যে উল্লেখ করেন।

ব্রিফিং প্যারেড শেষে পুলিশ কমিশনার সাংবাদিকদের উদ্দেশে বক্তব্য দেন এবং বিভিন্ন প্রশ্নের জবাব দেন। এ সময় আরও উপস্থিত ছিলেন আরএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) মো. রশীদুল হাসান পিপিএম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) মোহাম্মদ হেমায়েতুল ইসলাম, আরএমপির ঊর্ধ্বতন কর্মকর্তা, পুলিশ ও আনসার সদস্যসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকেরা।