ছবি: সংগৃহীত

বাংলাদেশ রেলওয়ের পশ্চিম জোন এবারও ঈদুল আজহার আগে চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহী হয়ে ঢাকায় কোরবানির পশু পরিবহন করবে।

আগামী ৬ থেকে ৮ জুলাই এ সেবা দেওয়া হবে। খবর বাসসের।

জোনের মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার বলেন, আমরা বিগত বছরের মতো এবারও এখান থেকে কোরবানির পশু ঢাকায় পরিবহনের সিদ্ধান্ত নিয়েছি। চাঁপাইনবাবগঞ্জ থেকে বিশেষ ট্রেনে প্রতিটি গরু পরিবহনের ভাড়া নির্ধারণ করা হয়েছে ৫৯১ টাকা ৫ পয়সা।

অসীম তালুকদার বলেন, ট্রেনে কোরবানির পশু নিয়ে যাওয়ায় পশু ব্যবসায়ীদের সময় ও অর্থ দুটোই সাশ্রয় হবে। প্রতিটি ওয়াগনে ২০টি করে গরু বহন করতে পারবে। ট্রেনটি চাঁপাইনবাবগঞ্জ স্টেশন থেকে বিকেল সাড়ে ৪টায় ছাড়বে এবং রাত আড়াইটা থেকে সোয়া ৪টার মধ্যে ঢাকার তেজগাঁওয়ে এসে পৌঁছাবে। আবার ভোর ৫টার দিকে তেজগাঁও থেকে চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশে ছেড়ে যাবে।