এপিবিএনের হেফাজতে রোহিঙ্গা সন্ত্রাসী। ছবি: পুলিশ নিউজ

কক্সবাজারের উখিয়া উপজেলার একটি রোহিঙ্গা ক্যাম্প থেকে এক রোহিঙ্গা সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

গতকাল রোববার (৬ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ৩টার দিকে রাজাপালং ইউনিয়নের মধুছড়া এলাকার রোহিঙ্গা ক্যাম্প-৮ থেকে আসামিকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হাফেজ মঞ্জুর রহমান (৩১) পুলিশ হেডকোয়ার্টার্সের তালিকাভুক্ত আসামি।

এপিবিএন জানায়, ২০/২৫ জন রোহিঙ্গা সন্ত্রাসী গোপন বৈঠক করছে, এমন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে অভিযান চালান এপিবিএনের সদস্যরা। এ সময় আসামি মঞ্জুর রহমান ধস্তাধস্তি করে পালানোর চেষ্টা করলে গুরুতর আহত হন। এপিবিএন সদস্যরাও আহত হন। এ ঘটনায় আসামির বিরুদ্ধে মামলা দায়ের করে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।