অভিযান চালাচ্ছেন এপিবিএনের সদস্যরা। ছবি: পুলিশ নিউজ

কক্সবাজারের টেকনাফে ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) অভিযান চালিয়ে অপহৃত এক শিশুকে উদ্ধার করেছে। এ সময় দুই অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়।

বুধবার (১২ জানুয়ারি) সকাল পৌনে ১০টার দিকে টেকনাফ থানা এলাকার নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্প এলাকা থেকে ভুক্তভোগীকে উদ্ধারের পাশাপাশি আসামিদের গ্রেপ্তার করা হয়।

অপহৃত রোহিঙ্গা শিশু মফিজুর রহমান (১৪) নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পের বাসিন্দা। আসামি মো. ইউনুস (১৮) রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা এবং আরেক আসামি অপ্রাপ্তবয়স্ক হওয়ায় পরিচয় প্রকাশ করা হয়নি।

এপিবিএন জানায়, গতকাল মঙ্গলবার (১১ জানুয়ারি) রাত ৮টার দিকে রোহিঙ্গা সন্ত্রাসীরা ভুক্তভোগীকে অপহরণ করেন বলে অভিযোগ আসে। এরপর ভুক্তভোগীকে উদ্ধারে অভিযানে নামে এপিবিএনের একটি দল। অবশেষে বুধবার সকাল পৌনে ১০টার দিকে নয়াপাড়া ক্যাম্পের এইচ ব্লকের বাইরের পাহাড় থেকে ভুক্তভোগীকে উদ্ধার করা হয়। এ সময় দুই অপহরণকারীকে গ্রেপ্তারের পাশাপাশি একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

আসামিদের টেকনাফ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।