কক্সবাজারের টেকনাফে এপিবিএনের অভিযানে গ্রেপ্তার রোহিঙ্গা সন্ত্রাসী। ছবি: বাংলাদেশ পুলিশ

কক্সবাজারের টেকনাফে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ তিন রোহিঙ্গা সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে। টেকনাফের উনচিপ্রাং রোহিঙ্গা শিবিরে ১৮ ফেব্রুয়ারি (শুক্রবার) বিকেলে ওই অভিযান পরিচালিত হয়।

গ্রেপ্তারকৃত তিনজন হলেন মো. শফিক (২৬), আমান উল্ল্যাহ(২৬) ও জামাল আহাম্মদ(৫১)।

১৬ এপিবিএন জানায়, কক্সবাজারের টেকনাফে উনচিপ্রাং এপিবিএন ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ১৮ ফেব্রুয়ারি বিকেল সাড়ে ৩টার দিকে অভিযান চালিয়ে শফিক, আমান উল্ল্যাহ ও জামালকে গ্রেপ্তার করেছে। তাঁদের কাছ থেকে একটি নাইনএমএম বিদেশি পিস্তল, একটি দেশীয় আগ্নেয়াস্ত্র এলজি এবং ৬১টি গুলি জব্দ করা হয়েছে। তাঁরা সন্ত্রাসী ইসলাম গ্রুপের সক্রিয় সদস্য এবং ক্যাম্প এলাকায় মাদক ব্যবসা, অপহরণ ও চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধে জড়িত বলে তাঁদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। তাঁদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।