এটিইউর অভিযানে গ্রেপ্তার একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। ছবি: বাংলাদেশ পুলিশ

একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক এক আসামিকে গ্রেপ্তার করেছে বাংলাদেশ পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ)। ঢাকার কেরানীগঞ্জ থানা এলাকা থেকে ২২ মার্চ (বুধবার) দিবাগত রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আসামির নাম মো. আ. খালেক তালুকদার (৭৩)। তাঁর বাড়ি নেত্রকোনার পূর্বধলা থানার খারচাইল এলাকায়।

এটিইউর মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস উইংয়ের পুলিশ সুপার মোহাম্মদ আসলাম খান ২৩ মার্চ (বৃহস্পতিবার) এক বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে এটিইউর একটি দল ২২ মার্চ দিবাগত রাতে ঢাকার কেরানীগঞ্জ থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে মো. আ. খালেক তালুকদারকে গ্রেপ্তার করে। একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে ২০১৯ সালের ২৮ মার্চ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ তাঁকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়ে রায় ঘোষণা করেন।
তবে ২০১৫ সালে মামলা হওয়ার পরই আত্মগোপনে চলে যান মো. আ. খালেক তালুকদার। পরে তাঁর অনুপস্থিতিতে রায় ঘোষণা করেন ট্রাইব্যুনাল। রায়ে মো. আ. খালেক তালুকদারসহ অন্য আসামিদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার সাতটি অভিযোগ প্রমাণিত হয়।