ছবি : সংগৃহীত

বিভিন্ন জায়গায় চালানো হামলায় এক রাতেই ইউক্রেনের ৬০০ সেনাকে হত্যার দাবি করেছে রাশিয়া। খবর বাংলাদেশ প্রতিদিনের।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বৃহস্পতিবার (৫ মে) জানিয়েছে, রাশিয়ার সেনারা এখনো ইউক্রেনে বিশেষ অভিযান অব্যাহত রেখেছে। তারা ছয় শর বেশি ইউক্রেনীয় সেনা ও ৬১টি ইউনিট অস্ত্রশস্ত্র ধ্বংস করেছে।

ইউক্রেনের কানাটোভ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে বেশ কিছু উড্ডয়নসামগ্রীও ধ্বংস করা হয়েছে।

চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে হামলা শুরু করে। তখন থেকেই ইউক্রেনের বিভিন্ন এলাকায় রুশ ও ইউক্রেনীয় সেনাদের মধ্যে সংঘর্ষ চলছে।