গোল উদযাপন করছেন আর্জেন্টাইন ফুটবলাররা। ছবি: সংগৃহীত

লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে উরুগুয়ের বিপক্ষে ৩-০ গোলের ব্যবধানে জয় পেয়েছে আর্জেন্টিনা। দলের জয়ে গোল করে অবদান রেখেছেন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি।

ঘরের মাঠ এস্তাদিও মনুমেন্তালে উরুগুয়ের বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচের শুরুটা অবশ্য হতাশাজনক ছিল। প্রথমার্ধেই তিন গোলের ব্যবধানে পিছিয়ে পড়তে পারত লিওনেল স্কালোনির শিষ্যরা। তবে এমিলিয়ানো মার্তিনেজের দুর্দান্ত সেভে হতাশ হয়েছেন সুয়ারেজ-কাভানিরা।

স্রোতের বিপরীতে ম্যাচের ৩৮ মিনিটে গোল করে আর্জেন্টিনাকে এগিয়ে দেন লিওনেল মেসি। এরপর বিরতির ঠিক আগে ৪৪ মিনিটে রদ্রিগো ডি পলের গোলে ব্যবধান বাড়ায় আলবিসেলেস্তেরা।

বিরতির পর ম্যাচের ৬২ মিনিটে লতারো মার্টিনেজের গোলে ৩-০ গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। এরপর উরুগুয়ে কয়েক দফায় চেষ্টা করেও গোল শোধ করতে পারেনি।

এখন পর্যন্ত ১০ ম্যাচে ৬ জয় ও ৪ ড্রয়ে ২২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে আছে আর্জেন্টিনা। অন্যদিকে সমানসংখ্যক ম্যাচে ৯ জয় ও ১ ড্রয়ে ২৮ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে ব্রাজিল।