ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগকে উত্তর ও দক্ষিণ হিসেবে দুই ভাগে ভাগ করা হয়েছে।

বুধবার (২১ সেপ্টেম্বর) ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক কার্যালয় আদেশে এ বিভাজন করা হয়। খবর জাগো নিউজের।

আদেশে বলা হয়, ঢাকা মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশ ১৯৭৬ এর ৭(২) এবং ১১(চ) ধারায় সরকার কর্তৃক প্রদত্ত ক্ষমতাবলে অপরাধ নিয়ন্ত্রণ, প্রশাসনিক দায়িত্ব সম্পাদন, মামলা তদন্ত, অপরাধ ও অপরাধীদের বিষয়ে তথ্য সংগ্রহ এবং অপারেশনাল প্রয়োজনে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গোয়েন্দা সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগকে উপ-পুলিশ কমিশনার গোয়েন্দা-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ-উত্তর এবং গোয়েন্দা-সাইবার দক্ষিণ হিসেবে বিভাজন করা হয়েছে।