উত্তরা ডিবি পুলিশের হেফাজতে ইয়াবাসহ গ্রেপ্তার ২ ব্যক্তি। ছবি: বাংলাদেশ পুলিশ

রাজধানীর উত্তরা এলাকায় অভিযান চালিয়ে ২০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা-উত্তরা বিভাগ। খবর ডিএমপি নিউজের।

গ্রেপ্তার মাদক কারবারিরা হলেন মো. সুরুজ্জামান সুরুজ ও মো. শামীম সরকার। গ্রেপ্তারের সময় তাঁদের কাছ থেকে মাদক কারবারে ব্যবহৃত ৩টি মোবাইল ফোনও জব্দ করা হয়।

বুধবার (১১ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় উত্তরা পূর্ব থানার ৬ নম্বর সেক্টরের আলাওল অ্যাভিনিউ এলাকায় অভিযান চালিয়ে তাঁদেরকে গ্রেপ্তার করে গোয়েন্দা-উত্তরা বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম।

অভিযানে নেতৃত্ব দেওয়া সহকারী পুলিশ কমিশনার মো. ইমরান হোসেন মোল্লা ডিএমপি নিউজকে জানান, একটি সংঘবদ্ধ মাদক চক্র কক্সবাজার থেকে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট নিয়ে আসছে। এসব ইয়াবা সংগ্রহের জন্য সুন্দরবন কুরিয়ার সার্ভিসের আলাওল অ্যাভিনিউ শাখার সামনে মাদক কারবারিরা অবস্থান করছে মর্মে তথ্য পাওয়া যায়। এমন তথ্যের ভিত্তিতে উক্ত স্থানে অভিযান চালায় ডিবির টিম। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় তাঁদের ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে উত্তরা পূর্ব থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানান গোয়েন্দা পুলিশ এ কর্মকর্তা।