৭ এপিবিএন সিলেটের অভিযানে উদ্ধারকৃত স্বর্ণ সাংবাদিকদের সামনে প্রদর্শন করা হয়। ছবি: পুলিশ নিউজ

সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে শুক্রবার বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি উড়োজাহাজের আসনের নিচে মেঝে থেকে ২৮০টি সোনার বার ও ছয়টি সোনার ডিম উদ্ধার করেছে ৭ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে আসা বিমানের বিজি-২৪৮ ফ্লাইট থেকে সকাল আটটা ৫৩ মিনিটে স্বর্ণগুলো উদ্ধার করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস শুল্ক গোয়েন্দা জানতে পারে যে, কয়েকজন যাত্রী অভিনব পদ্ধতিতে বিপুল পরিমাণে স্বর্ণের বার নিয়ে আসছেন। তাৎক্ষণিক বিষয়টি কাস্টমস শুল্ক গোয়েন্দা এপিবিএনের ইন্টেলিজেন্স টিম, এনএসআইসহ অন্যান্য সংস্থার উপস্থিতিতে বিমানের দুজন যাত্রীর আসনের নিচে মেঝেতে বাদামি স্কচটেপে মোড়ানো ১৪টি স্বর্ণের প্যাকেট পাওয়া যায়।
পরবর্তী সময়ে প্যাকেটের ভেতর থেকে ২৮০টি স্বর্ণের বার এবং ছয়টি স্বর্ণের ডিম উদ্ধার করা হয়, যার মোট পরিমাণ ৩৪ কেজি ৩৫১ গ্রাম এবং বাজার মূল্য আনুমানিক ৩৪ কোটি টাকা।
স্বর্ণ অবৈধভাবে নিয়ে আসার সঙ্গে জড়িত হাবিবুর রহমান (৩৮), শানু মিয়া (৩৫), মো. আক্তারুজ্জামান (৪০) ও মিসফা মিয়াকে গ্রেপ্তার করা হয়।