ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার কিশোর গ্যাংয়ের ৫ সদস্য। ছবি: পুলিশ নিউজ

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে দেশীয় অস্ত্রসহ স্থানীয় কিশোর গ্যাংয়ের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ জানায়, ১ জুন মো. রিয়াদ মিয়া (১৯) নামের এক যুবক অভিযোগ করেন, ওই দিন দুপুর সাড়ে ১২টার দিকে উচাখিলা ইউনিয়নের মীরবাড়িসংলগ্ন রাস্তা দিয়ে যাওয়ার সময় তাঁর পথরোধ করে ১৫ থেকে ২০ উঠতি বয়সী কিশোর। তারা দেশীয় অস্ত্র দিয়ে ভয়ভীতি দেখিয়ে মারপিট করে রিয়াদের অ্যান্ড্রয়েড স্যামসাং মোবাইল ও সাড়ে ১০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়। এরপর তারা ঈশ্বরগঞ্জ মীরবাড়ি এলাকার বিভিন্ন বাজার ও দোকানে দেশীয় অস্ত্র নিয়ে বেপরোয়াভাবে ত্রাস সৃষ্টি করে, যা তৎক্ষণাৎ জনমনে ভীতির সঞ্চার করে।

ওই ঘটনার পরই ঈশ্বরগঞ্জ থানা-পুলিশ ও জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) যৌথ দল অভিযান শুরু করে। ২ জুন ঈশ্বরগঞ্জ থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ের পাঁচ সক্রিয় সশস্ত্র সদস্যকে গ্রেপ্তার করা হয়।

ওই পাঁচজন হলেন মো. ফেরদৌস (১৮), মো. আনন্দ (১৯), আমিনুল ইসলাম (১৮), নাঈম মিয়া (১৬) ও মো. আলমগীর (১৫)। গ্রেপ্তারের সময় তাঁদের কাছ থেকে ছিনতাইকৃত স্যামসাং মোবাইল ফোন, চাকু, ছুরি, চাপাতি ও লোহার রড উদ্ধার করা হয়।

এ ঘটনায় ঈশ্বরগঞ্জ থানায় মামলা করা হয়েছে।