সচিবালয়। ছবি : সংগৃহীত

পবিত্র ঈদুল আজহার ছুটি শেষে আজ মঙ্গলবার (১২ জুলাই) থেকে শুরু হয়েছে সরকারি-বেসরকারি অফিসের কার্যক্রম। খবর বাসসের।

মঙ্গলবার প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়সহ সব অফিস, আদালত, ব্যাংক, বিমা ও শেয়ারবাজার খুলেছে।

গত শনিবার থেকে ঈদের ছুটি শুরু হয়। তিন দিনের ছুটি শেষ হয় সোমবার। ঈদের ছুটির আগের দিন শুক্রবার ছিল সাপ্তাহিক ছুটি। গত রোববার সারা দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হয়।

মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, সরকারি অফিস খুললেও অনেকে বৃহস্পতিবার পর্যন্ত ছুটি নেওয়ায় ১৭ জুলাই অফিসে কর্মচাঞ্চল্য ফিরবে। যাঁরা গ্রামে যাননি, তাঁরা অফিসে এসেছেন।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, শ্রম মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, সমাজকল্যাণ মন্ত্রণালয়সহ বিভিন্ন মন্ত্রণালয় ঘুরে দেখা গেছে, কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি খুবই কম।