মানুষের দোরগোড়ায় সরকারি সেবাকে নিয়ে যাওয়া বর্তমান সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গীকার। সেই অঙ্গীকার রক্ষায় সারা দেশকে ৬ হাজার ৯১২টি বিটে ভাগ করে দেশব্যাপী একযোগে বিট পুলিশিং প্রবর্তন করা হয়েছে।

২০২০ সালের এপ্রিলে ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) ড. বেনজীর আহমেদ বিপিএম (বার), বাংলাদেশ দায়িত্ব গ্রহণ করার পরপরই বিট পুলিশিং প্রবর্তন করেন। বিট পুলিশিংয়ের মাধ্যমে থানার বিদ্যমান সেবাকে ইউনিয়ন পর্যন্ত এবং পৌরসভা ও সিটি করপোরেশনের ক্ষেত্রে ওয়ার্ড পর্যন্ত বর্ধিত করা হয়েছে। প্রোঅ্যাকটিভ পুলিশিং নিশ্চিত করতে চালু হওয়া বিট পুলিশিং প্রত্যক্ষভাবে কার্যকর ভূমিকা রেখে চলেছে।

বাংলাদেশ পুলিশের এক পরিসংখ্যানে দেখা গেছে, গত দুই বছরে বড় ধরনের অপরাধের মামলার সংখ্যা কমেছে। বিট পুলিশিং বড় ধরনের অপরাধ দমনে ভূমিকা রাখছে বলে মনে করা হচ্ছে।