আগামী বৃহস্পতিবার (২৯ জুন) পবিত্র ঈদুল আজহা উদ্‌যাপন উপলক্ষে রাজশাহী মহানগর এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষার নিমিত্তে কিছু নিষেধাজ্ঞা আরোপ করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)। খবর আরএমপি নিউজের।

রোববার (২৫ জুন) আরএমপির পুলিশ কমিশনার মো. আনিসুর রহমান (বিপিএম-বার, পিপিএম-বার) স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নিষেধাজ্ঞা জারি করা হয়।

বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ আইনে অর্পিত ক্ষমতাবলে মহানগর এলাকায় আতশবাজি, পটকা ফোটানোসহ অন্যান্য ক্ষতিকর দ্রব্য বিক্রয়/ব্যবহার, হিংসাত্মকভাবে আঘাত করার উদ্দেশ্যে অস্ত্রশস্ত্র, বন্দুক, ছোরা বা লাঠি ও বিস্ফোরক দ্রব্য বহন এবং ঈদের দিন নামাজের সময় জায়নামাজ ছাড়া কোনো ব্যাগ, ভারী বস্তু বহন নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।