বিস্ফোরণের পর উদ্ধারকাজ শুরু করেন জরুরি সেবাকর্মীরা। ছবি : এএফপি

ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় বন্দর শহর এডেন বিমানবন্দরের কাছে শক্তিশালী বিস্ফোরণে কমপক্ষে ১২ জন প্রাণ হারিয়েছেন। বিমানবন্দরের প্রবেশদ্বারের কাছে ঘটা এই বিস্ফোরণে আহত হয়েছে আরও কয়েকজন।

দ্য গার্ডিয়ানের খবরে জানানো হয়, গতকাল শনিবার (৩০ অক্টোবর) এ ঘটনা ঘটে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এডেনে ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাকে লক্ষ্য করে গাড়িবোমা হামলায় কমপক্ষে ছয়জন নিহত হওয়ার তিন সপ্তাহের মধ্যেই এ হামলার ঘটনা ঘটল।

বিমানবন্দরের এক কর্মকর্তা বলেন, শনিবার বিমানবন্দরের প্রবেশদ্বারের বাইরে একটি ট্রাকে বিস্ফোরণ হয়েছে। ওই ট্রাকের ভেতরে পেট্রোলিয়াম পণ্য আনা হয়েছিল। বিস্ফোরণটি বেশ শক্তিশালী ছিল এবং পুরো শহর থেকেই বিস্ফোরণের শব্দ শোনা গেছে। আশপাশের বেশ কিছু ভবনের জানালা ভেঙে পড়েছে।

এক শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা বলেন, বিস্ফোরণে ১২ বেসামরিক নিহত হয়েছেন। বেশ কয়েকজন আহতও হয়েছেন। তবে বিস্ফোরণের কারণ এখনো জানা যায়নি।