জব্দকৃত ইয়াবা বড়ি ও আইস। ছবি : ডিএমপি নিউজ

রাজধানীর রমনা থানা এলাকা থেকে ইয়াবা, আইসসহ একজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা তেজগাঁও বিভাগ। তাঁর নাম শ্রী সুশান্ত বাড়ৈ।

গতকাল শুক্রবার (৩১ ডিসেম্বর) বিকেল ৪টা ৪০ মিনিটে রমনা মডেল থানার সরকারি অফিসার্স কোয়াটার্স গুলফিশান কাহকাশানের সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করে গোয়েন্দা অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম। খবর ডিএমপি নিউজের।

অভিযানে নেতৃত্ব দেওয়া গোয়েন্দা তেজগাঁও বিভাগের সহকারী পুলিশ কমিশনার রাজন কুমার সাহা বলেন, একজন মাদক কারবারি রমনা মডেল থানার সরকারি অফিসার্স কোয়াটার্স গুলফিশান কাহকাশানের সামনে ইয়াবা, আইসসহ অবস্থান করছেন বলে তথ্য পাওয়া যায়। এমন তথ্যের ভিত্তিতে উক্ত স্থানে অভিযান চালায় অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম।

তিনি বলেন, পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় সুশান্তকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে ১৩ হাজার পিস ইয়াবা বড়ি ও ২০০ গ্রাম আইস জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে রমনা মডেল থানায় মামলা করা হয়েছে বলেও জানান এ গোয়েন্দা কর্মকর্তা।