ইরাকের উত্তরাঞ্চলীয় প্রদেশ দোহুকের এক পার্বত্য রিসোর্টে তুরস্কের হামলা ঘটনা ঘটেছে। এতে ৮ জন নিহত ও আরও ২৩ জন আহত হয়েছেন। খবর বিডিনিউজ টোয়েন্টিফোরের।

দোহুকের জাখো শহরের একটি রিসোর্টে আর্টিলারি বোমা আঘাত হেনেছে বলে বুধবার (২০ জুলাই) জানানো হয়। ইরাকের কুর্দিস্তান অঞ্চল ও তুরস্কের মধ্যবর্তী সীমান্তে শহরটির অবস্থান।

এক বিবৃতিতে কুর্দিস্তান অঞ্চলের স্বাস্থ্যমন্ত্রী বলেন, নিহতদের মধ্যে ১ বছর বয়সী শিশুসহ কয়েক শিশু রয়েছে। হাসপাতালে পৌঁছানোর আগে পথেই ওই আটজনের মৃত্যু হয়।