পুলিশি হেফাজতে আসামি। ছবি : বাংলাদেশ পুলিশ

বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) কাউনিয়া থানার অভিযানে ৬০০টি ইয়াবা বড়িসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

গত মঙ্গলবার (১১ জুন) নগরীর কাউনিয়া থানাধীন নিউ ভা‌টিখানা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

আসামি মো. শা‌হিন সরদারের (৩৮) বাড়ি ঝালকাঠি সদর থানা এলাকায়।

কাউনিয়া থানার উপপরিদর্শক (এসআই) সামসুল ইসলাম জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।