২৫০০ ইয়াবা ট্যাবলেট ও একটি মোটরসাইকেল জব্দ করেছে কুমিল্লার দাউদকান্দি হাইওয়ে থানা-পুলিশ। ছবি: বাংলাদেশ পুলিশ

কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে হাসানপুর নামক স্থানে চেকপোস্ট করাকালে ইয়াবাসহ একটি নিবন্ধনবিহীন মোটরসাইকেল জব্দ করেছে হাইওয়ে থানা-পুলিশ।

গত বুধবার (২৬ এপ্রিল) বেলা ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দাউদকান্দি হাইওয়ে থানার অফিসার ইনচার্জের (ওসি) নেতৃত্বে উপপরিদর্শক (এসআই) রনজু মিয়া, সহকারী উপপরিদর্শক (এএসআই) আনোয়ার হোসেন সঙ্গীয় ফোর্সসহ এ চেকপোস্ট বসে।

চেকপোস্টে ১০টি মোটরসাইকেল আটক করা হয়। আটক করা মোটরসাইকেলগুলোর মধ্যে মালিকানা-সংক্রান্ত কাগজপত্র পেয়ে ৯টি মোটরসাইকেলের বিরুদ্ধে আইনি ব্যবস্থা শেষে মালিকদের কাছে হস্তান্তর করা হয়।

এ সময় একটি নিবন্ধনবিহীন মোটরসাইকেলের কোনো মালিক পাওয়া যায়নি। এতে কিছুটা সন্দেহ হওয়ায় সাড়ে ওই দিন রাত সাড়ে ৭টার দিকে মোটরসাইকেলটি চেক করে সিটের নিচে বিশেষ কায়দায় স্কচ টেপ দিয়ে মোড়ানো অবস্থায় পলিথিনের মধ্যে ২৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় দাউদকান্দি মডেল থানায় মামলা করা হয়েছে।