পুলিশি হেফাজতে আসামিরা। ছবি : বাংলাদেশ পুলিশ

বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে ১০০টি ইয়াবা বড়িসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (১৪ মে) নগরীর কোতোয়ালি থানাধীন চকেরপোল চৌরঙ্গী হোটেলের সামনে থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

আসামিরা হলেন বরিশালের মুলাদী এলাকার মো. শাহাদাত হাওলাদার (২৫) ও কাউনিয়া এলাকার মো. নিজাম হাওলাদার ওরফে হাতকাটা নিজাম ওরফে কসাই নিজাম (৪৩) এবং ঝালকাঠি সদরের মো. নুরুজ্জামান খান ওরফে শাকিল খান ওরফে সেন্টু বেপারী (৫০)।

বিএমপি ডিবির উপপরিদর্শক (এসআই) মো. ফিরোজ আলম জানান, আসামিদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা করা হয়েছে।