ডিবি উত্তরা বিভাগের অভিযানে উদ্ধারকৃত ইয়াবা বড়ি। ছবি: ডিএমপি নিউজ

রাজধানীর তুরাগ থানার দিয়াবাড়ি এলাকা থেকে ৯০ হাজার ইয়াবার বড় চালানসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা উত্তরা বিভাগের উত্তরা জোনাল টিম।

গ্রেপ্তারকৃতদের নাম মো. বেলাল ও আজগর আলী।

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় দিয়াবাড়ি মেট্রোরেল প্রথম স্টেশন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

অভিযানের নেতৃত্ব দেওয়া অতিরিক্ত উপকমিশনার বদরুজ্জামান জিল্লু বিপিএম জানান, দিয়াবাড়ী এলাকায় কয়েকজন মাদক কারবারি মাদক ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে খবর পেয়ে সেখানে অভিযান চালানো হয়। অভিযানে গোয়েন্দা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় মাদক কারবারি বেলাল ও আজগরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাঁদের কাছ থেকে ইয়াবার চালান উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা মাদক ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

গ্রেপ্তারকৃতদের নামে তুরাগ থানায় মামলা করা হয়েছে।