পুলিশ ও বিচার বিভাগকে হুমকি দেওয়ার অভিযোগে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে দেশটির পুলিশ।

বিবিসি জানায়, ২০ আগস্ট (শনিবার) এক রাজনৈতিক বক্তৃতায় ইমরান খান পাকিস্তানের পুলিশপ্রধান এবং একজন নারী বিচারকের বিরুদ্ধে তাঁর ঘনিষ্ঠ নেতা-কর্মীদের আটক এবং তাঁদের সঙ্গে দুর্ব্যবহার করার অভিযোগ করেন। ইমরান সেই ঘোষণায় পুলিশপ্রধান ও নারী বিচারকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দেন। পুলিশ সেই হুঁশিয়ারিকেই হুমকি হিসেবে বিবেচনা করে তদন্ত শুরু করেছে।

এদিকে পুলিশের তদন্ত শুরুর ঘোষণায় পাকিস্তানজুড়ে উত্তেজনার সৃষ্টি হয়েছে। ইমরানের অনেক সমর্থক তাঁর বাড়ির সামনে জড়ো হয়ে হুঁশিয়ারি দিয়েছেন, ইমরানকে আটক বা গ্রেপ্তার করা হলে রাজধানী ইসলামাবাদ দখল করবেন তাঁরা।