পুলিশের হেফাজতে গ্রেপ্তার ৫ আসামি। ছবি-সংগৃহীত

খুলনায় রংমিস্ত্রি ইমন শেখ হত্যা মামলায় অস্ত্র ও গুলিসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে সোনাডাঙ্গা থানা পুলিশ।

বৃহস্পতিবার রাতভর নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেপ্তার করে।

আজ শুক্রবার দুপুর ১২টায় সোনাডাঙ্গা থানা প্রাঙ্গণে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ) মো. তাজুল ইসলাম।

সংবাদ সম্মেলনে জানানো হয়, বৃহস্পতিবার রাত ৭টার দিকে মোটরসাইকেলে করে দুর্বৃত্তরা নগরীর সোনাডাঙ্গা থানার গোবরচাকা গাবতলা মোড় এলাকায় ইমনকে গুলি করে। পরে স্থানীয়রা ইমনকে গুরুতর অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৮টার দিকে ইমনের মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের বাবা সানোয়ার হোসেন সোনাডাঙ্গা থানায় ১৭ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ৪-৫ জনকে আসামি করে মামলা দায়ের করেন। পুলিশ নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৫ জনকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারদের একজনের কাছ থেকে একটি ওয়ান শুটার গান ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়। গ্রেপ্তার হওয়া আসামিরা হত্যার সঙ্গে জড়িত বলে প্রাথমিকভাবে স্বীকার করেছে।

এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ইমন শেখকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। হত্যাকাণ্ডে জড়িত মূল আসামিসহ অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।