‘কন্যাশিশু দিবস-২০২২’ উপলক্ষে আয়োজিত জাতীয় সংলাপে মাননীয় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। ছবি : বাংলা ট্রিবিউন

মেয়েদের ঘরে আটকে রাখা ইভ টিজিং প্রতিরোধের উপায় নয় বলে মন্তব্য করেছেন মাননীয় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেন, ইভ টিজিং প্রতিরোধের উপায় অপরাধীদের শাস্তি দেওয়া।

আন্তর্জাতিক ‘কন্যাশিশু দিবস-২০২২’ উপলক্ষে আয়োজিত জাতীয় সংলাপে আজ মঙ্গলবার এসব কথা বলেন শিক্ষামন্ত্রী। খবর বাংলা ট্রিবিউনের।

শিক্ষামন্ত্রী বলেন, দেশের শিক্ষাব্যবস্থায় পাঠ্যসূচির পরিবর্তন করা হচ্ছে। তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের জন্য কোডিং অন্তর্ভুক্ত করা হচ্ছে।

তিনি আরও বলেন, বাল্যবিয়ে রোধে শুধু মেয়েদের নয়, ছেলেদেরও সচেতন করতে হবে। নারী-পুরুষনির্বিশেষে সবার জন্য পরিপূর্ণ বিকাশের সুযোগ তৈরি করতে সরকার নতুন কারিকুলাম পাইলটিং শুরু করতে যাচ্ছে। যেখানে বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিতের পাশাপাশি মানবিক ও সৃজনশীলতাকেও যুক্ত করা হবে; যা শিশু-কিশোরদের বিজ্ঞানমনস্ক করার পাশাপাশি মানবিক, অসাম্প্রদায়িক ও দক্ষ প্রজন্ম তৈরিতে সহায়তা করবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সুইজারল্যান্ড দূতাবাসের রাষ্ট্রদূত মিসেস নাথালি চুয়ার্ড ও অস্ট্রেলিয়ান দূতাবাসের রাষ্ট্রদূত জেরেমি ব্রুর।