ইন্দোনেশিয়ায় ফুটবল ম্যাচে পদদলিত হয়ে অন্তত ১২৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২০০ জন।

ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলের মালাং শহরের কানজুরুহান ফুটবল স্টেডিয়ামে ১ অক্টোবর (শনিবার) রাতে ঘটনাটি ঘটেছে। ম্যাচে হার-জিত নিয়ে ব্যাপক সংঘর্ষে এই পদদলনের ঘটনাটি ঘটে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।

সিএনএন জানায়, ওই স্টেডিয়ামে আরেমা এফসি ও পেরসেবায়া সুরাবায়া নামের দুটি ফুটবল ক্লাবের মধ্যে খেলা চলছিল। খেলায় আরেমাকে ৩–২ গোলে হারায় পেরসেবায়া। হেরে যাওয়ার পর আরেমার দর্শকেরা মাঠে নেমে বিশৃঙ্খলা সৃষ্টি করেন। তাঁদের থামাতে কাঁদানে গ্যাসের শেল ছোড়ে পুলিশ। এতে দর্শকেরা আতঙ্কিত হয়ে পড়েন। এ সময় হুড়োহুড়িতে অনেকেই পদদলিত হন।

এ ঘটনাকে দাঙ্গা বলে অভিহিত করেছে ইন্দোনেশিয়ার পুলিশ। এক বিবৃতিতে পুলিশ জানিয়েছে, এ ঘটনায় যাঁরা নিহত হয়েছেন, তাঁদের মধ্যে দুজন পুলিশ কর্মকর্তাও রয়েছেন। স্টেডিয়ামের ভেতরে ৩২ জন মারা গেছেন। বাকিদের হাসপাতালে নেওয়ার পর মৃত্যু হয়।

এই অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য ক্ষমা চেয়েছে ইন্দোনেশিয়া সরকার। তদন্তেরও আশ্বাস দেওয়া হয়েছে সরকারের তরফ থেকে।