ভয়াবহ ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ায় মৃত্যুর সংখ্যা ৪৬ হাজার ছাড়িয়েছে। এর মধ্যে তুরস্কে ৪০ হাজার ৬৪২ জন এবং প্রতিবেশী সিরিয়ায় মৃতের সংখ্যা ৫ হাজার ৮০০ ছাড়িয়েছে।

ভূমিকম্পের ১১ দিন পর শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) তুরস্কে ভবনগুলোর ধ্বংসস্তূপের নিচ থেকে তিন ব্যক্তিকে বের করে এনেছেন উদ্ধারকারীরা। খবর রয়টার্সের।

৬ ফেব্রুয়ারি ভোরে ৭ দশমিক ৮ মাত্রার ওই ভূমিকম্পের কয়েক ঘণ্টা পর কাছেই ৭ দশমিক ৫ মাত্রার আরেকটি ভূমিকম্প হয়। এতে হাজার হাজার ভবন ধ্বংস ও লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়াদের উদ্ধারে ও বাস্তুচ্যুতদের সাহায্যার্থে ত্রাণ কার্যক্রম শুরু হয়।

ভূমিকম্পের ২৭৮ ঘণ্টা পর তুরস্কের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ হাতায়ে একটি ভবনের ধ্বংসস্তূপের নিচ থেকে হাকান ইয়াসিনোলু নামের চল্লিশোর্ধ্ব এক ব্যক্তিকে উদ্ধার করা হয়। এর আগে তুরস্কের ঐতিহাসিক শহর আন্তাকিয়ায় ওসমান হালেবিয়ে (১৪) ও মুস্তফা আভিজেয়িকে (৩৪) উদ্ধার করা হয়।

ভূমিকম্পে তুরস্কে প্রায় ২ লাখ ৬৪ হাজার অ্যাপার্টমেন্ট ভবন ধসে পড়ে। এ ছাড়া বহু মানুষ এখনো নিখোঁজ থাকায় মৃতের সংখ্যা আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে।