ইন্দোনেশিয়ার মালুকু প্রদেশ উপকূলে আজ বৃহস্পতিবার প্রথম প্রহরে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ৭ দশমিক ৩। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার দেওয়া এক বিবৃতিতে এ কথা জানানো হয়।

আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপির বরাত দিয়ে বাসস এ খবর জানিয়েছে।

ভূমিকম্প হলেও এতে তাৎক্ষণিকভাবে সুনামি সতর্কতা, হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

খবরে বলা হয়, স্থানীয় সময় রাত ৩টা ২৫ মিনিটের দিকে সমুদ্র উপকূলে এ ভূমিকম্প আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল লসপালোস শহরের প্রায় ১২০ কিলোমিটার উত্তর-পূর্বে সমুদ্র তলদেশের ১৬৬ কিলোমিটার গভীরে।

ইন্দোনেশিয়ার ভৌগোলিক অবস্থান প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ‘রিং অব ফায়ারে’ হওয়ার কারণে দেশটিতে প্রায়ই এ ধরনের ভূমিকম্পের ঘটনা ঘটে থাকে।