নারায়ণগঞ্জে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৪-এ বার্ষিক পরিদর্শনকালে বক্তব্য দেন ইউনিটের অতিরিক্ত আইজিপি মো. মাহাবুবর রহমান বিপিএম, পিপিএম। ছবি: পুলিশ নিউজ

ইন্ডাস্ট্রিয়াল পুলিশের অতিরিক্ত আইজিপি মো. মাহাবুবর রহমান, বিপিএম, পিপিপিম মঙ্গলবার নারায়ণগঞ্জে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৪-এ বার্ষিক পরিদর্শনে যান।

ওই সময় তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান ইউনিটের পুলিশ সুপার মোহা. আসাদুজ্জামান।

পরবর্তী সময়ে মাহাবুবর রহমান ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৪, নারায়ণগঞ্জের কাঁচপুর ক্যাম্পে ইউনিটের ফোর্সদের বার্ষিক কুচকাওয়াজ প্যারেডের সালামি গ্রহণ করেন। প্যারেড কমান্ডার ছিলেন ইউনিটের অতিরিক্ত পুলিশ সুপার মো. ইমরান আহম্মেদ, পিপিএম।

ওই সময় আরও উপস্থিত ছিলেন ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৪ নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোহা. আসাদুজ্জামান। প্যারেড শেষে অতিরিক্ত আইজিপি বিশেষ কল্যাণ সভায় অংশ নেন।

নারায়ণগঞ্জে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৪-এ বার্ষিক পরিদর্শনকালে কুচকাওয়াজ প্যারেডের সালামি গ্রহণ করেন অতিরিক্ত আইজিপি মো. মাহাবুবর রহমান বিপিএম, পিপিএম। ছবি: পুলিশ নিউজ

কল্যাণ সভায় অতিরিক্ত আইজিপি ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৪-এ কর্মরত পুলিশ সদস্যদের উদ্দেশে বলেন, ‘বাংলাদেশ পুলিশের বিশেষায়িত ইউনিট হিসেবে ইন্ডাস্ট্রিয়াল পুলিশে কর্মরত সকল পদমর্যাদার সদস্যরা পেশাদারত্ব ও দক্ষতার মাধ্যমে শিল্পাঞ্চলের আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের মাধ্যমে নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করে শিল্পভিত্তিক অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। দেশের অর্থনৈতিক উন্নয়নে সরাসরি সম্পৃক্ত হওয়ার এ সুযোগের জন্য শিল্পাঞ্চল পুলিশের প্রত্যেক সদস্য নিজেকে নিয়ে গর্ববোধ করতে পারে।’

তিনি ইউনিটের অফিসার ও ফোর্সদের উদ্দেশে মাদকের বিরুদ্ধে বিভিন্ন ধরনের দিক নির্দেশনামূলক বক্তব্য দেন এবং কাঁচপুর ক্যাম্পের অস্ত্রাগার, রেশন স্টোর ও ডি-স্টোরসহ সংশ্লিষ্ট দপ্তরগুলো পরিদর্শন শেষে আদমজী পুলিশ সুপারের কার্যালয়ের উদ্দেশে রওনা হন।

আদমজী পুলিশ সুপারের কার্যালয়ে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৪-এর একটি চৌকস দল অতিরিক্ত আইজিপিকে গার্ড অফ অনার দেয়।

পরবর্তী সময়ে পুলিশ সুপার কার্যালয়ে রিজার্ভ অফিস পরিদর্শন করেন অতিরিক্ত আইজিপি। ওই সময় উপস্থিত ছিলেন ইউনিটের পুলিশ সুপার মোহা. আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার মো. ইমরান আহম্মেদ পিপিএমসহ অনেকে।