পুলিশি হেফাজতে আসামিরা এবং জব্দ করা আগ্নেয়াস্ত্র। ছবি : বাংলাদেশ পুলিশ

যশোরের শার্শা উপজেলায় ইউপি সদস্য আশানুজ্জামান বাবলু হত্যা মামলার আরও তিন আসামিকে গ্রেপ্তার করেছে শার্শা থানা-পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে একটি দুনালা বন্দুক, ছয়টি কার্তুজ জব্দ করা হয়।

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) ভোরে শার্শা থানাধীন মহিষাকুড়া এলাকা থেকে আসামিদের গ্রেপ্তার করা হয়।

আসামিরা হলেন শাহাবাজ মণ্ডল (৬০), জসিম উদ্দিন (৩৩) ও সাহেব আলী ওরফে বিল্লাল (৪০)। তাঁদের মধ্যে শাহাবাজের বিরুদ্ধে ১২টি, জসিমের বিরুদ্ধে চারটি এবং বিল্লালের বিরুদ্ধে তিনটি মামলা রয়েছে।

শার্শা থানা-পুলিশ জানায়, বৃহস্পতিবার ভোরে মহিষাকুড়া এলাকা থেকে আসামিদের গ্রেপ্তার করা হয়। পরে আসামি শাহাবাজের বাড়ি থেকে আগ্নেয়াস্ত্র ও কার্তুজ জব্দ করা হয়। আসামিদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়েছে।

পুলিশ আরও জানায়, চলতি বছরের জুন মাসে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ইউপি সদস্য বাবলুকে হত্যা করেছিলেন আসামিরা। এ ছাড়া সংঘবদ্ধ হয়ে তাঁরা এলাকায় হত্যা, চাঁদাবাজি ও মাদক কারবার করে আসছিলেন।