কুষ্টিয়ার পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত সভায় উপস্থিত পুলিশ সদস্যরা। ছবি: পুলিশ নিউজ

কুষ্টিয়া, মেহেরপুর ও চুয়াডাঙ্গা জেলা পুলিশের অধস্তন কর্মকর্তা ও কর্মচারীদের বিভাগীয় পদোন্নতি পরীক্ষার বহুনির্বাচনী (এমসিকিউ) পরীক্ষা পরিচালনা নিয়ে ব্রিফিং সভা হয়েছে।

কুষ্টিয়ার পুলিশ সুপার (এসপি) কার্যালয়ের সম্মেলনকক্ষে বৃহস্পতিবার এ সভা হয়।

ব্রিফিং সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (অ্যাডমিন অ্যান্ড ফাইন্যান্স) মো. ইকবাল।

প্রধান অতিথি কুষ্টিয়া, মেহেরপুর ও চুয়াডাঙ্গা জেলা থেকে বিভাগীয় পদোন্নতি পরীক্ষায় এএসআই থেকে এসআই (নিরস্ত্র) পদে ১৯৬ এবং কনস্টেবল/নায়েক থেকে এএসআই (নিরস্ত্র) পদে ৪৪০ জন পরীক্ষার্থীর এমসিকিউ পরীক্ষা কেন্দ্রের তদারকি কর্মকর্তা ও ইনভিজিলেটরদের ব্রিফিং করেন।

সভায় পুলিশের অধস্তন কর্মকর্তা ও কর্মচারীদের বিভাগীয় পদোন্নতি পরীক্ষার এমসিকিউ পরীক্ষা পরিচালনা সংক্রান্ত প্রেজেন্টেশন উপস্থাপন করেন কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) রাজিবুল ইসলাম।

ওই সময় পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।