যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন

ছবি: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছবি দেবেন

ইউক্রেনে হামলা চালালে রাশিয়া থেকে জার্মানিতে সরাসরি গ্যাস সরবরাহের পাইপলাইন নর্ড স্ট্রিম ২ বন্ধ করে দেওয়া হবে বলে হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। খবর বিবিসির।

হোয়াইট হাউসে স্থানীয় সময় ৭ ফেব্রুয়ারি (সোমবার) জার্মানির চ্যান্সেলর ওলাফ শুলজের সঙ্গে বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট বাইডেন এই হুঁশিয়ারি দেন।

সংবাদ সম্মেলনে বাইডেন বলেন, ‘রাশিয়া যদি অভিযান চালায়, তাহলে নর্ড স্ট্রিম ২ বলে আর কিছুর অস্তিত্ব থাকবে না। আমরা এটা শেষ করে দেব।’

তবে জার্মান চ্যান্সেলর বলেছেন, ইউক্রেনে রাশিয়া অভিযান চালালে তাদের ওপর অবরোধ আরোপের সিদ্ধান্তে যুক্তরাষ্ট্র ও জার্মানি পুরোপুরি একমত।