ইউক্রেনে নির্বিচারে বোমা হামলা চালিয়ে বেসামরিক নাগরিকদের হত্যা এবং স্কুল ও হাসপাতাল ধ্বংস করা যুদ্ধাপরাধ হিসেবে বিবেচিত হতে পারে বলে সতর্ক করে দিয়েছে জাতিসংঘ।

জাতিসংঘের পক্ষ থেকে শুক্রবার এমন বার্তা দেওয়া হয়। খবর বাসসের।

জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার অফিসের মুখপাত্র রাভিনা শামদাসানি বলেন, ‘রুশ সশস্ত্র বাহিনী জনবহুল এলাকায় নির্বিচারে গোলা ও বোমাবর্ষণ করে বেসামরিক মানুষকে হত্যা এবং হাসপাতাল, স্কুল এবং অন্যান্য বেসামরিক অবকাঠামো ধ্বংস করেছে। এ ধরনের কর্মকাণ্ড যুদ্ধাপরাধ হিসেবে বিবেচিত হতে পারে।’