রুশ-সমর্থিত বিচ্ছিন্নতাবাদীদের হামলায় ইউক্রেনের দুজন সেনা নিহত হয়েছেন। হামলায় আহত হয়েছেন আরও ১৮ জন।

মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) ইউক্রেনের সেনাবাহিনী এ তথ্য জানায়। খবর সমকালের।

দেশটির সেনাবাহিনীর ফেসবুক পেজে এক বিবৃতিতে জানিয়েছে, যুদ্ধবিরতি লঙ্ঘনের ৮৪টি ঘটনা লিপিবদ্ধ করা হয়েছে। ৪০টির মতো ঘরবাড়িতে ভারী গোলার সাহায্যে চালানো হয়েছে হামলা।

বিবৃতিতে বলা হয়, গতকাল সোমবার (২১ ফেব্রুয়ারি) থেকে রাশিয়ার সেনাবাহিনী দ্বারা তিনটি চুক্তি লঙ্ঘনের ঘটনা লিপিবদ্ধ করা হয়েছে। যার মধ্যে দুটিতে মিনস্ক চুক্তিতে নিষিদ্ধ অস্ত্র ব্যবহার করা হয়েছে।

এদিকে দোনেৎস্ক ও লুহানস্ককে স্বাধীন ঘোষণা দেওয়ার সিদ্ধান্ত নিয়ে পূর্ব ইউক্রেনে সেনা পাঠানোর নির্দেশ দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

ইউক্রেনের সীমান্তে রাশিয়ার এক লাখের বেশি সেনা সমাবেশের কারণে যুক্তরাষ্ট্র ও ইউরোপের বিভিন্ন দেশ আশঙ্কা করছে, মস্কো হয়তো কিয়েভে হামলা চালাতে পারে।

এরই মধ্যে রাশিয়া জানিয়েছে, হামলা চালানোর কোনো পরিকল্পনা নেই। কিন্তু দেশটি ইউক্রেনের ন্যাটোতে যোগ দেওয়ার প্রচেষ্টার তীব্র বিরোধিতা করেছে।