ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলে মঙ্গলবার শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭.৩। এতে পর্যবেক্ষকেরা বিপজ্জনক সুনামির আশঙ্কার কথা বলেছেন।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস এ কথা জানায়। খবর বাসসের।

সংস্থাটি জানায়, ইন্দোনেশিয়ার মৌমার শহরের ১০০ কিলোমিটার উত্তরে গ্রিনিচ মান সময় ৩টা ২০ মিনিটে এ ভূমিকম্প হয়। এর উৎপত্তিস্থল ছিল ফ্লোরেস সির তলদেশের প্রায় সাড়ে ১৮ কিলোমিটার গভীরে।