ছবি : সংগৃহীত

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির জীবনের গল্প নিয়ে কমিক বই প্রকাশিত হয়েছে।

বইটি বুধবার (১৮ মে) প্রকাশ করা হয়েছে। খবর সমকালের।

এই গ্রাফিক উপন্যাস বের করেছে টাইডাল ওয়েব কমিকস প্রকাশনী। বইটির নাম পলিটিক্যাল পাওয়ার: ভলোদিমির জেলেনস্কি। এর লেখক মাইকেল ফ্রিজেল।

বইয়ে জেলেনস্কির জীবনের গল্প, যিনি একসময় টেলিভিশন শোতে প্রেসিডেন্টের চরিত্রে অভিনয় করেছেন এবং ২০১৯ সালে ইউক্রেনের পূর্বাঞ্চলে মস্কোপন্থী বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে যুদ্ধ বন্ধের প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় আসেন। তিনি যখন দেশটির প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন, তখন তাঁর কোনো রাজনৈতিক অভিজ্ঞতা ছিল না। সেই গল্প তুলে ধরা হয়েছে।

বইয়ের লেখক বলেন, ‘আমি যখন বইটি লেখার কাজ শুরু করি, তখন তিনি কে? কী তাঁকে এমন করে ফেলেছে? এ মুহূর্তে তিনি কেন ইউক্রেনের জন্য উপযুক্ত নেতা— এসব বিষয়ের ব্যাপারে কৌতূহলী হয়েছিলাম।’

গ্রাফিক এই উপন্যাসের ছবি এঁকেছেন শিল্পী পাবলো মার্টিনেনা। ডেভিড বেকহাম, নেলসন ম্যান্ডেলা এবং ডোনাল্ড ট্রাম্পের আত্মজীবনীমূলক বইয়ের ছবিও তিনি এঁকেছিলেন।