সলোমন দ্বীপপুঞ্জের প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের প্রধানমন্ত্রী। ছবি: সংগৃহীত

প্রশান্ত মহাসাগরীয় দ্বীপদেশ সলোমন দ্বীপপুঞ্জের সঙ্গে বেইজিংয়ের নিরাপত্তা চুক্তি স্বাক্ষরের পর চীন সেখানে কৌশলগত সামরিক ঘাঁটি স্থাপন করলে যুক্তরাষ্ট্র ‘পাল্টা প্রতিক্রিয়া’ জানাবে।

স্থানীয় সময় শুক্রবার যুক্তরাষ্ট্র এমন সতর্কবার্তা দেয়। খবর বাসসের।

সলোমন দ্বীপপুঞ্জের নেতাদের সঙ্গে উচ্চপর্যায়ের নেতাদের বৈঠকের পর হোয়াইট হাউসের পক্ষ থেকে বলা হয়, ‘কার্যত সামরিক উপস্থিতি, ক্ষমতা প্রদর্শনের সক্ষমতা অথবা সামরিক স্থাপনা প্রতিষ্ঠার পদক্ষেপ নেওয়া হলে যুক্তরাষ্ট্রের উদ্বেগ থাকবে এবং সে অনুযায়ী প্রতিক্রিয়া জানানো হবে।’