ইউক্রেনের সামরিক বাহিনীকে বিপুল ক্ষেপণাস্ত্র দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য। ছবি: সংগৃহীত

রাশিয়ার সঙ্গে যুদ্ধরত ইউক্রেনের সামরিক বাহিনীকে ছয় হাজার ক্ষেপণাস্ত্র, ট্যাংকবিধ্বংসী ও শক্তিশালী বিভিন্ন অস্ত্র দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য।

একই সঙ্গে পশ্চিমা ঘরানার দেশটিকে আড়াই কোটি ইউরো আর্থিক সাহায্য দেওয়া হবে বলেও জানিয়েছে বৈশ্বিক পরাশক্তিটি। খবর বাসসের।

ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন স্থানীয় সময় বুধবার এসব ঘোষণা দেন।

ন্যাটো ও জি-সেভেন সম্মেলন উপলক্ষে প্যাকেজ ঘোষণা করে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, ‘যুক্তরাজ্য ইউক্রেনের ব্যাপারে সামরিক ও আর্থিক সহযোগিতা জোরদারে লন্ডনের মিত্রদের সঙ্গে কাজ করবে।’