ফাইল ছবি

টি-টোয়েন্টি বিশ্বকাপের ২০তম ম্যাচে আজ বুধবার (২৭ অক্টোবর) ইংল্যান্ডের বিপক্ষে লড়াইয়ে নামবে বাংলাদেশ ক্রিকেট দল। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে বিকেল ৪টায় ম্যাচটি অনুষ্ঠিত হবে। খবর যুগান্তরের।

টি-টোয়েন্টি ক্রিকেটে এর আগে কখনো ইংল্যান্ডের সাক্ষাৎ পায়নি বাংলাদেশ। অবশেষে বিশ্বকাপে আজ এই সংস্করণে প্রথম ইংলিশদের মুখোমুখি হবে টাইগাররা।

গ্রুপপর্বের বাধা ডিঙিয়ে মূলপর্বে সুযোগ পেয়ে প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ১৭১ রান করেও পরাজিত হয় টাইগাররা। বাজে ফিল্ডিং, বোলিংয়ে চ্যালেঞ্জিং টার্গেট সহজে টপকে যায় লঙ্কানরা।

তাই এই ম্যাচে বাংলাদেশের একাদশে পরিবর্তন আসছে, এটা এক প্রকার নিশ্চিত। তবে কঠিন প্রতিপক্ষের বিপক্ষে কেমন একাদশ নিয়ে নামবেন মাহমুদউল্লাহ, তা নিয়ে কৌতূহল থেকেই যায়।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ

মোহাম্মদ নাঈম শেখ, লিটন দাস/সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান, রুবেল হোসেন/শরিফুল ইসলাম, নাসুম আহমেদ ও মোস্তাফিজুর রহমান।

ইংল্যান্ডের সম্ভাব্য একাদশ

জেসন রয়, জস বাটলার, ডেভিড মালান, জনি বেয়ারস্টো, ইয়ন মরগান, লিয়াম লিভিং, মঈন আলী, ক্রিস ওকস, ক্রিস জর্ডান, আদিল রশিদ ও টাইমাল মিলস।