ডিবির হেফাজতে গ্রেপ্তার জুয়াড়িরা। ছবি: বাংলাদেশ পুলিশ

রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার ডিঙ্গাডোবা ব্যাংক কলোনি এলাকায় অভিযান চালিয়ে নগদ অর্থ, তাসসহ ৫ জুয়াড়িকে গ্রেপ্তার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেপ্তার আসামিরা হলেন মো. এনায়েত হোসেন (২৬), মো. সাব্বির হোসেন (২১), মো. সোহাগ আলী (২১), মো. রবিন হোসেন (২২) ও মো. সোহাগ হোসেন (২১)। তাঁরা সবাই রাজশাহী মহানগরীর রাজপাড়া থানা এলাকার বাসিন্দা।

জানা যায়, গতকাল ৩১ মে রাতে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার কে এম আরিফুল হক, বিপিএম, পিপিএম-এর সার্বিক তত্ত্বাবধানে ডিবি পুলিশের একটি টিম মহানগর এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান ডিউটি করছিল। এ সময় টিমের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, রাজপাড়া থানার ডিঙ্গাডোবা ব্যাংক কলোনি এলাকায় কয়েকজন জুয়াড়ি তাস ও টাকা দিয়ে জুয়া খেলছেন।

এ সংবাদের পরিপ্রেক্ষিতে ডিবি পুলিশের এসআই সালেকুর রহমান ও তাঁর টিম গতকাল রাত সাড়ে ১০টায় রাজপাড়া থানার ডিঙ্গাডোবা ব্যাংক কলোনি এলাকায় অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে টাকা ও তাস উদ্ধার হয়।

গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে আরএমপির রাজপাড়া থানায় মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।