বক্তব্য দিচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি : বাসস

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আমার লক্ষ্য বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তন করা।’

রোববার (২ জুলাই) টুঙ্গিপাড়ার সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা ও মতবিনিময়কালে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। খবর বাসসের।

মাননীয় প্রধানমন্ত্রী বলেন, তাঁর সরকার ‘আমার বাড়ি, আমার খামার’, কমিউনিটি ক্লিনিক, ডিজিটাল বাংলাদেশ, ‘আমার গ্রাম, আমার শহর’ বাস্তবায়ন করে এবং শতভাগ বিদ্যুৎ দিয়ে দেশের ব্যাপক উন্নয়ন করেছে।

তিনি বলেন, ‘সাধারণত অন্যান্য নির্বাচনী এলাকার মাননীয় সংসদ সদস্যরা শুধু তাঁদের নিজ নিজ নির্বাচনী এলাকার দেখাশোনা করেন। কিন্তু আমাকে ৩০০টি নির্বাচনী এলাকায় উন্নয়নের জন্য কাজ করতে হয়। কোটালীপাড়া ও টুঙ্গিপাড়ার বাসিন্দারা নির্বাচনী এলাকার দায়িত্ব নেওয়ায় আমি তা করতে পেরেছি।’

মাননীয় প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের এমন কোনো অঞ্চল নেই যেখানে আমি যাইনি। আমি নৌকা, সাম্পান, লঞ্চ ও রিকশা-ভ্যানে চড়ে দেশের প্রত্যন্ত অঞ্চলে গিয়েছি। আমি এমনভাবেই সারা দেশ ভ্রমণ করেছি এবং সারা দেশে ঘুরে বেড়ানোর অভিজ্ঞতা ব্যবহার করে বাংলাদেশকে এমন একটি মর্যাদাপূর্ণ অবস্থানে নিয়ে এসেছি।’

শেখ হাসিনা বলেন, তাঁর সরকারের সময়োপযোগী পদক্ষেপের কারণে ২০২৬ সালে বাংলাদেশ উন্নয়নশীল দেশ হিসেবে যাত্রা শুরু করবে।

তিনি আরও বলেন, ‘বাংলাদেশের পররাষ্ট্রনীতি হলো সবার সঙ্গে বন্ধুত্ব, কারও সঙ্গে বিদ্বেষ নয়। আমরা এই নীতি অনুসরণ করি। তবে, আমরা চাই না কেউ আমাদের উন্নয়ন অগ্রযাত্রায় বা আমাদের অগ্রগতিতে বাধা সৃষ্টি করুক। আমরা তা হতে দেব না।’

মতবিনিময় সভায় মাননীয় সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন ও শেখ সালাউদ্দিন জুয়েল উপস্থিত ছিলেন। টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল খায়ের মঞ্চে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো. বাবুল শেখ।