‘আমার গাড়ি নিরাপদ’ ডেটাবেস ব্যবহার করে এক যাত্রীর স্বর্ণালঙ্কার ও মূল্যবান জিনিসপত্রসহ হারানো ব্যাগটি উদ্ধার করে হস্তান্তর করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ। ছবি: বাংলাদেশ পুলিশ

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) বিশেষ সেবা ‘আমার গাড়ি নিরাপদ’ ডেটাবেস ব্যবহার করে এক নারীর স্বর্ণালঙ্কার ও অন্যান্য মূল্যবান জিনিসপত্র উদ্ধার করেছে পুলিশ।

সিএমপিতে চালু হওয়া ‘আমার গাড়ি নিরাপদ’ ডেটাবেসের মাধ্যমে এই সেবার আওতায় থাকা সিএনজিচালিত সব অটোরিকশার চালক, মালিক ও অটোরিকশার তথ্য সংরক্ষিত থাকে। অটোরিকশায় থাকা কিউআর কোড স্ক্যান করে যাত্রীরা চাইলেই প্রয়োজনীয় তথ্য জেনে অটোরিকশাটিতে ভ্রমণ নিরাপদ কি না, তা নিশ্চিত হতে পারেন।
সিএমপি জানায়, জান্নাতুল ফেরদৌস নামের এক নারী ভুলবশত সিএনজিচালিত অটোরিকশায় তাঁর স্বর্ণালঙ্কার, অন্যান্য মূল্যবান জিনিসপত্রসহ নিজের ব্যাগ ফেলে নেমে গিয়েছিলেন। পরে তিনি পুলিশের সঙ্গে যোগাযোগ করলে সিএমপির কোতোয়ালি থানা-পুলিশ সিসিটিভি ফুটেজ সংগ্রহ এবং ‘আমার গাড়ি নিরাপদ’ ডাটাবেসের মাধ্যমে অটোরিকশাচালককে শনাক্ত করে। এরপর ব্যাগটি উদ্ধারের পর জান্নাতুলের কাছে হস্তান্তর করা হয়।