শিরোপা নিয়ে উদযাপন করছেন মোহামেডানের ফুটবলাররা। ছবি : বাসস

শ্বাসরুদ্ধকর ফাইনাল ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনীকে টাইব্রেকারে ৪-২ গোলে হারিয়ে ফেডারেশন কাপ ফুটবলের শিরোপা জিতেছে মোহামেডান । এর মাধ্যমে ১৪ বছর পর এই শিরোপা জিতল দলটি।

মঙ্গলবার (৩০ মে) কুমিল্লার ভাষাসৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে খেলা উপভোগ করতে আসেন বিপুল সংখ্যক দর্শক।

খেলার শুরুতেই মোহামেডানকে চেপে ধরে আবাহনী। প্রথমার্ধে দুই গোল করে এগিয়ে যায় দলটি। কিন্তু দ্বিতীয়ার্ধ শুরুর ১৫ মিনিটের মধ্যে দুই গোল করে মোহামেডানকে সমতায় ফেরান মালির ফরোয়ার্ড সোলেমান দিয়াবাতে।

৬৬ মিনিটে এমেকার গোলে আবারও এগিয়ে যায় আবাহনী। কিন্তু ৮৩ মিনিটে হ্যাটট্রিক করে আবারও মোহামেডানকে সমতায় ফেরান সোলেমান দিয়াবাতে। এরপর খেলা গড়ায় অতিরিক্ত সময়ে।

১০৫তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে মোহামেডানকে এগিয়ে দেন সোলেমান দিয়াবাতে। কিন্তু ১১৭ মিনিটে রহমতের গোলে সমতায় ফেরে আবাহনী। এরপর টাইব্রেকারে ৪-২ গোলে মোহামেডানের জয় নিশ্চিত হয়।