আবারও পারমাণবিক অস্ত্র বহনকারী সাবমেরিন ড্রোনের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। দুই সপ্তাহের ব্যবধানে এ নিয়ে দ্বিতীয়বারের মতো এমন পরীক্ষা চালাল পিয়ংইয়ং।

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএর বরাত দিয়ে এমনটি জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

নতুন এ সাবমেরিন ড্রোনের নাম দেওয়া হয়েছে হায়েল-টু। কোরিয়ান ভাষায় এর অর্থ সুনামি। কেসিএনএ জানিয়েছে, গত ৪ থেকে ৭ এপ্রিল পর্যন্ত হায়েল-টু এর পরীক্ষা চালানো হয়েছে।

এর আগে গত ২৩ মার্চ হায়েল-১ পারমাণবিক অস্ত্র বহনকারী সাবমেরিন ড্রোনের পরীক্ষা চালানোর দাবি করে দেশটি।

হায়েল-টু এমনভাবে তৈরি করা হয়েছে যেন, এটি শত্রু এলাকার জলসীমায় ঢুকে আক্রমণ করতে পারে। এটি ১ হাজার কিলোমিটার দূরত্বের শত্রু এলাকায় আক্রমণ করতে সক্ষম বলে জানিয়েছে কেসিএনএ।

কেসিএনএ বলছে, উত্তর কোরিয়া যে পানির ভেতরও শত্রুকে কাবু করতে সক্ষম, সেটি প্রমাণ করতেই দেশটি এই অস্ত্রের পরীক্ষা চালিয়েছে। এ ছাড়া নতুন নতুন আধুনিক অস্ত্র তৈরির এটি একটি অংশ। সূত্র: ইন্ডিপেনডেন্ট অনলাইন।